কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারের চাপায় হারুন অর রশিদ (৪২) নামে এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মজিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ব্যবসার কাজ শেষ করে বাড়ির পাশে কাওয়ামারা বটতলা তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশে দাঁড়িয়েছিল হারুন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী (ঢাকা মেট্রো-গ ৩২-২৪২৮) একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে হারুন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply