মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে আদালত প্রঙ্গনে গিয়ে শেষ হয়।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহ্সানুল হক। এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান,সিভিল সার্জন ডা.ফজলুল হক,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ,জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এপস মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহরাব হোসাইন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সুবিধা বঞ্চিত মানুষ কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে তার বিস্তর আলোচনা করা হয়।
Leave a Reply