মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুরের মেলান্দহে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার দুপুরে মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ হারুন। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও মেলান্দহে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, মেলান্দহ,জামালপুর এর সহযোগিতায় প্রধান অতিথি ও বিচারক হিসেবে বক্তব্য রাখেন মলয় কুমার সাহা, উপপরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্মিত জেলা কার্যালয় জামালপুর। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আতিউর রহমান, উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল মোতালেব মোল্লা, সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, সদস্য সাংবাদিক দিলরুবা ইয়াসিন রুমা, মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এস,এম মোশাররফ হোসেন প্রিন্স প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় ৬টি স্কুল অংশ গ্রহণ করেন এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হন মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেন র্যানার আপ হন টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply