কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সারাদেশের মতো ১ জুন শনিবার জামালপুর জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতি জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক জানান, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ জুন শনিবার সারাদেশের মতো জামালপুরেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। জেলায় এবার তিন লাখ ৩৬ হাজার ৮১৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪৩১ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ১৪৩টি। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৯৯ হাজার ৩৮৪ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ৫১৬টি।
তিনি আরও জানান, সারা জেলায় এই কার্যক্রম পরিচালনা করতে স্বাস্থ্য বিভাগের প্রথম সারির সুপারভাইজার ২৯৯ জন, সরকারি কর্মচারী ৬৩৬ জন এবং তিন হাজার ৪০৮ জন স্বেচ্ছসেবক কাজ করবেন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
কর্মশালায় মুক্ত আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, উপ-সিভিল সার্জন ডা. রেজওয়ানা রশীদ, সিভিল সার্জন কার্যালয়ের ডা. রাফিয়া বিনতে রউফ, ডা. কাউছারা, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ।
Leave a Reply