কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি :
সকল জল্পনাকল্পনা ও আইনি জটিলতা পেরিয়ে স্থগিত ঘোষণাকৃত জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলবে। বেশ কিছু কেন্দ্রে ইভিএম এর যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ফোর্স।
ভোট গ্রহন শুরুর পরে ভোট নিয়ে সাধারন ভোটারদের মাঝে তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফাঁকা পড়ে আছে কেন্দ্রের মাঠ। ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার সংখ্যা। কেন্দ্রগুলোর সামনে আইনশৃঙ্লাবাহিনী রয়েছে ব্যাপক সতর্কাবস্থায়। কোনো দোকানপাট খোলা নেই, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। অবশ্য, ভোটাররা অটো ও রিকশা করে আসতে পারছেন।
পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিনমজুর আবু তালেব নামে এক ভোটার বলেন, ধান কাটা-মাড়াই চলছে। এখন কাজে গেলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা পাওয়া যায়। মেম্বার চেয়ারম্যানরা গরিবের দিকে খেয়াল করেন না। আশপাশের লোকজন নিয়েই ব্যস্ত থাকেন। কাজ বাদ দিয়ে ভোট দিতে চাইছিলাম না এর পরেও ভোট দিতে এসে মেশিন নষ্টের কারণে প্রায় এক ঘন্টা পর ভোট দিলাম।
পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন বলেন, কেন্দ্রটির মোট ভোটার তিন হাজার নয়শত একত্রিশ ভোট। সকাল ৯.২৫ মিনিট পর্যন্ত মাত্র ৭৪ জন ভোটার ভোট দিয়েছেন। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছি ।
জানা যায়, সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. তালেব উদ্দিন (দোয়াত কলম) এবং মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।
এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আল আমিন (তালা) এবং মো. গোলাম মোস্তফা (চশমা) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. জেলী আক্তার (ফুটবল) এবং মোছা. মাহমুদা খাতুন (কলস) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।
সরিষাবাড়ি উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত । এবার পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৮১ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৩৬ এবং তৃতীয় লিঙ্গ ১জন। সব মিলিয়ে সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২লাখ ৯৩ হাজার ৯১৮ জন ভোটার রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, সরিষাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।
তিনি আরো জানান, সরিষাবাড়ি উপজেলা পরিষদ ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২লাখ ৯৩ হাজার ৯১৮ জন ভোটার ৯২টি ভোট কেন্দ্রে ৭৮৫ টি বুথে ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন।
এ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবি ও র্যা বের সমন্বয়ে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান নির্বাচন স্থগিত সংক্রান্ত এক পত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশে গত ৮ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়েছিল, ১ম ধাপে অনুষ্ঠেয় সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচন আচরণ (বিধিমালা ১৮ এবং ৩১ এর বিধান) লঙ্ঘন করায় রবিবার (৫ মে) বিধিমালার ৩৩ বিধান অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করে ইসি। এর বিরুদ্ধে রফিকুল ইসলাম রিট করলে উচ্চ আদালত সোমবার (৬ মে) তার প্রার্থিতা বহালের আদেশ দেন। এরপর ইসি উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হয়। ওই আদেশের প্রেক্ষিতে আপিল বিভাগ মঙ্গলবার (৭ মে) নো-অর্ডার প্রদান করেন। এ অবস্থায় বাস্তবতার নিরিখে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদের ভোটগ্রহণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলা জানানো হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ের গত ২৬ মে’২০২৪ তারিখের নির্দেশনা মোতাবেক আজ ৫জুন বুধবার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply