জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সর্বস্তরের জনতার পক্ষে এই ঘোষণা দেন মাদারগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাসানুজ্জামান সাগর।
জমি সংক্রান্ত বিরোধে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় সোমবার বেলা সোয়া তিনটায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ২০২০ সালের ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। ৩০ জুন জামিনের মেয়াদ শেষে সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান রিমুর পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট আব্দুস সালাম।
উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়িতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে তার সমর্থকরা। বিক্ষুব্ধ মানুষ রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে জামালপুর-মাদারগঞ্জ সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় মাদারগঞ্জের বালিজুড়ি বাজারের সব দোকানপাট বন্ধ থাকে। এ ঘটনায় মাদারগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুর রহমান বেলালকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।
Leave a Reply