কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে আজ সকাল থেকে মাদারগঞ্জ উপজেলার সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।
আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে হরতালকারীরা বিক্ষোভ মিছিল করেছে।
সকাল থেকেই সব ধরণের দোকানপাট, স্কুলসহ সড়কে যানচলাচল বন্ধ ছিল । তবে এইচএসসি পরীক্ষার্থীদের যানবাহন ও পরীক্ষা কেন্দ্র হরতালের আওতামুক্ত ছিল ।
আন্দোলনকারীরা জানায়, ২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। আহত নওশের ২০২০ সালের ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তৃতীয়বারের তদন্ত প্রতিবেদনে যড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান রিমুর নাম ঢুকানো হলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন তিনি। ৩০ জুন জামিনের মেয়াদ শেষ হলে সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এরপর তার মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা৷
আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপিসহ বিকেলে বিক্ষোভ মিছিল করেছে তারা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।
Leave a Reply