মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে কাবিখা-কাবিটা এবং এলজিইডি এর উন্নয়ন বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর -৫ আসনের সাংসদ বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি। গত ৭ জুলাই রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলা হল রুমে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল,মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply