মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুরে নাংলা ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫০ জন পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,লবণসহ বিভিন্ন প্রকার গুঁড়ামসলা ইত্যাদি বিতরণ করেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকি, মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বাদশা, নাংলা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ বায়োজিদ, সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগম, শিউলি বেগম, ইউপি সদস্য আব্দুল হালিম,ইউপি সদস্য শহিদুল্লাহ,বুধু শেখ,আনছার আলী,সমাজ সেবক আব্দুল্লাহ বিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply