মোঃ রুহুল আমিন রাজু জামালপুর, প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্তি করণ’র শুভ উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক এসএম আলমগীর।
২৮ আগষ্ট-২০২৪ ইং বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা খামার সম্প্রসারণ অফিসার(মৎস্য)’র কার্যালয়(মৎস্য বীজ উৎপাদন খামার)থেকে ০৩ জাতের মাছের পোনা (রুই,কাতলা ও মৃগেল) উপজেলার ১০টি জলাশয়ে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন কেড়া করিতে পোনামাছ বিতরণ করা হয়।
মেলান্দহ উপজেলার ১০”(দশ)টি” সরকারি জলাশয়ে মোট-৪৪০ কেজি পোনামাছ অবমুক্ত/বিতরণ করা হয়।
উল্লেখিত,”পোনামাছ অবমুক্ত করণ” বিতরণের সময় জেলা মৎস্য সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান আতিক,উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুজ্জামান খাঁন ও উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।
Leave a Reply