কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে আওয়ামী লীগনেতা ও ইউপি সদস্য আছান আলী নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লক্ষ্মীরচরের ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা আছান আলী টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করতে মোটরসাইকেলে নিজবাড়ী লক্ষ্মীরচর থেকে বারুয়ামারী বাজারে যান। দুপুরে বারুয়ামারী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রায়েরচর মোল্লাপাড়া এলাকায় দেশীয় অস্ত্রধারী ২৫ থেকে ৩০ জনের একটি দল আছান আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে আছান আলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ময়মনসিংহ থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার রাত ৮টার দিকে আছান আলী ঢাকার একটি হাসপাতালে মারা যান।
নিহত ইউপি সদস্য আছান আলীর ভাই আকবর আলী জানান, তার ভাই আছান আলীর মরদেহ ঢাকায় ময়নাতদন্তের পর রবিবার গ্রামের বাড়িতে আনা হয়। তার ভাইকে হত্যার ঘটনার সাথে জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের কাছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবিও জানান আকবর আলী।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর, লক্ষ্মীরচরে প্রতিপক্ষের হামলায় নিহত আছান আলীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply