বকশিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নেই
স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই। সেই সাথে নেই কোন সমন্বয়ক বা সহ-সমন্বয়ক। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সা’আদ আহমেদ রাজু। রাজু সম্প্রতি তার ফেসবুকে বিষয়টি নিয়ে একাধিক পোস্ট করেছেন।
এবিষয়ে রাজু জানান, আমরা শুনতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কয়েকজন সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আপত্তিকর কর্মকাণ্ড পরিচালনা করছে। যা খুবই দুঃখজনক। মূলত জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলাসহ কোনো উপজেলাতেই কোন কমিটি নেই।
এমতাবস্থায় যদি কোন ব্যক্তি সমন্বয়কের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সা’আদ আহমেদ রাজু।
তিনি এ বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply