মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল। মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম,রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সদস্য মুন্জুরুল কবীর মুন্জু প্রমুখ।
Leave a Reply