মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের মেলান্দহে:”মশক বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ন্যায় মেলান্দহ পৌর এলাকায় মশক নিধনের বিশেষ ক্রাশ কর্মসূচি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।
২সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় মেলান্দহ পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।”তিন মাস ব্যাপী এ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সমগ্র পৌরসভা এলাকায় পরিচালনা করা হবে।পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ভূয়ঞা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজস্ব) জনাব, সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, মেলান্দহ পৌরসভার প্রকৌশলী মোহাঃ মোয়াক্ষির হোসেন, কাউন্সিলর খাইরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগসহ বিভিন্ন রোগের জীবনুবাহী মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
Leave a Reply