জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ ছামিউল হক ফারুকী বলেন ,
ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না । রুকনদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আরো বেশি ফুলে ফলে সুশোভিত করে এক একটি ফুলের বাগান হিসেবে নিজেদেরকে সুশোভিত করতে হবে । এই ফুলের ঘ্রাণ যেন জামালপুর এর প্রত্যন্ত এলাকা পৌঁছে যায়। আমাদেরকে রুকনিয়াতের চেতনার আলোকে চলতে হবে। নবনির্বাচিত জেলা আমীরের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে পরিকল্পনার আলোকে কাজ করে জামালপুরকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে হবে।
জামালপুর জেলার নবনির্বাচিত জেলা আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০২৫ – ২০২৬ সেশনের নব নির্বাচিত জেলা আমিরের শপথ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায়
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শপথ অনুষ্ঠানে প্রাথমিকভাবে জেলার রুকনদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা মজলিসের শূরার ২৬ জন সদস্য নির্বাচিত হয়।
Leave a Reply