মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলাসহ দেশের উত্তরাঞ্চলে সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এ খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের সকল শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেছেন।
জানাগেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে জামালপুর জেলার ইসলামপুরের হতদরিদ্র শীতার্তদের মাঝে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক কেবিনেট সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম ইতোমধ্যেই ইসলামপুরের ১২টি ইউনিয়ন ও ইসলামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসাবে শনিবার সকালে ইসলামপুরের চিনাডুলি এসএনসি উচ্চ বিদ্যালয় মাঠে তিনশ কম্বল বিতরণ করা হয়েছে। একই দিন দুপুরে ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের শীতার্তদের মাঝে মলমগঞ্জ বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনশ কম্বল বিতরন করা হয়েছে।
ইসলামপুরের চিনাডুলি ও পাথর্শী ইউনিয়ন দ্বয়ের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দীন, রুহুল আজম লুলু, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, মনিরুল করিম, মামুনুর রশিদ, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী, হুমায়ুন খান লোহানী প্রমুখ।
Leave a Reply