মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ গত ২৭ মে শনিবার জামালপুর জেলার বকশিগঞ্জ থানাধীন বগারচর ইউনিয়নের আলীরচর এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ।
পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করেন এবং মতবিনিময় করেন।
এসময় হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদেরকে পুলিশ সুপার মহোদয় সমবেদনা জ্ঞাপন করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার মামলার আইও ও বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা কে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা বাকি আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, উক্ত হত্যা মামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বকশিগঞ্জ থানা পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব সুমন কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply