দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও জামায়াতে ইসলামী দলের নেতাদের মুক্তির দাবিতে আগামী ৫ জুন কর্মসূচি পালনের অনুমতি চাইতে ডিএমপিতে এসে চার নেতাকর্মী আটক হয়েছেন।
সোমবার (২৯ মে) তাদের আটক করা হয়। জানা যায়, আগামী ৫ জুন ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি চাইতে আসে জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের একটি প্রতিনিধি দল। বিকেল সাড়ে চারটায় ডিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে আসতেই তাদের আটক করে পুলিশ। তবে এবিষয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।
এদিকে সংগঠনটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে গিয়ে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর চার নেতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।
সূত্র ডিবিসিনিউজ
Leave a Reply