মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৬ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ০১.০০ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে মে/২৩ এ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(মাদারগঞ্জ সার্কেল) কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব কাজী শাহ নেওয়াজ ইমন, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুর কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে জনাব মোঃ সাইফুল ইসলাম এসআই(নি:),ইসলামপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই(নি:) জনাব মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানাকে পুরস্কৃত করা হয়।
এসময় ইউনিট ভিত্তিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কার বিতরণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার, জামালপুর জেলা পুলিশ সুপারের ডিএসবির ডি আইও -১ এম,এম ময়নুল ইসলাম, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আরমান আলী, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply