মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ, জনাব কাজী শাহনেওয়াজ এর নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ গতকাল ০৫/০৭/২৩ ইং তারিখে আনুমানিক রাত ২০.১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভাস্থ রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে রশিদ মোল্লা(৪৭), পিতা- চাঁন মিয়া মোল্লা,সাং- কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ঢাকাকে দেশীয় তৈরী পাইপগান ও দুটি কার্তুজ সহ হাতেনাতে গ্রেফতার করে।
জামালপুর থানায় উক্ত ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।আসামিকে ০৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। বকশিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, জামালপুর জেলা পুলিশ সুপারের ডিএসবির ডি আইও -১ এম,এম, ময়নুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি আরমান আলী ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।
Leave a Reply