জামালপুর প্রতিনিধি: জামালপুরে নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
আজ বুধবার সকালে জামালপুর রিক্রেশন ক্লাব অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমুল পর্যায়ের নারী উদ্যোক্তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় আবুল কালাম আজাদ বর্তমান সরকারের আমলে নারী উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন পিছিয়ে পড়া নারী সমাজকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা সামনের সারিতে নিয়ে এসেছেন। সমাজের প্রতিটি স্তরে নারীরা তাদের জায়গা করে নিয়েছেন। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী অগ্রযাত্রা অব্যহত থাকবে বলে তিনি নারী উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা নারী উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি ডাঃ সাইদা আক্তার, শামীমা খান ও এডভোকেট শামীমা আরা। মতবিনিময় সভায় প্রায় দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেয়
Leave a Reply