মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি :জামালপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয়।
২০ ডিসেম্বর বুধবার নির্ধারিত সফরসূচি অনুযায়ী জামালপুর অফিসার্স মেস প্রাঙ্গণে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
পরবর্তীতে অফিসার্স মেস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।
পরবর্তীতে রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে সম্মানিত ডিআইজি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর জনাব মোঃ সোহরাব হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর জনাব স্বজল কুমার সরকার; সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর জনাব অভিজিৎ দাস সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply