কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
“ডামি নির্বাচন” বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জামালপুরে পাড়া-মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৩ ডিসেম্বর বুধবার সকালে জামালপুর শহর বিএনপির উদ্যোগে পৌর এলাকার মাইনপুর, রশীদপুর ও চন্দ্রা নদীর পাড় এলাকায় ভোট বর্জনের আহবানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply