মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর-৩( মেলান্দহ-মাদারগন্জ) আসনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা বিষয় সম্পাদক ও জাতীয় মৎস্যজীবি পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মীর শামসুল আলম লিপটন গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।
গত ৩ জানুয়ারি বুধবার দিনব্যাপী মেলান্দহ উপজেলার কুলিয়ার টনকী বাজার, ডেফলা মোড়, শ্যামপুর,নয়ানগর ইউনিয়নের বিভিন্ন বাজারে, বাজারে, মোড়ে মোড়ে বেশ কয়েকটি স্থানে জাতীয় পাটির এমপি প্রার্থী মীর শামসুল আলম লিপটন গণসংযোগ করেন।
এসময় এমপি প্রার্থী মীর শামসুল আলম লিপটন বলেন আমাকে ভোট দিলে আমার সংসদীয় অবহেলিত এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করবো এবং দেশের উন্নয়ন হবে। মানুষ সুখে শান্তিতে বসবাস করে।
তিনি আরও বলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাই এই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী বন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে লাঙ্গল প্রতীকের ভোট দেওয়ার কোন বিকল্প নেই। তাই তিনি সকল ভোটারদের কে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পাটির মনোনয়ন প্রার্থী কে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।
Leave a Reply