কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রে এলে পুলিশকে খবর দেবেন এবং
ত্রিপল নাইনে কল করে ধরিয়ে দেবেন বলেছেন জামালপুর -৫ সদর আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ বুধবার সকালে জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ড তেতুলিয়ায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ এ বক্তব্য দেন।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিওতে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদকে বলতে শোনা যায়, ‘একটু আগেই মাসুম রেজা রহিম যে কথাটি বললেন যে, বিএনপি নির্বাচন বর্জন করেছে, এখন যদি তারা নির্বাচনে কোনো গ্যাঞ্জাম করতে আসে, তাহলে পুলিশকে খবর দিবেন। ত্রিপল নাইনে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। আপনারা জানেন, পাশের জেলায় বিএনপির দুই নেতা নির্বাচনী কাজকর্মে ব্যাঘাত করেছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। কাজেই বিএনপির কোনো নেতাকর্মীকে যদি নির্বাচনের কোনো কাজে অংশগ্রহণ করতে দেখেন, ভোটকেন্দ্রে যদি দেখেন, তাহলে পুলিশকে খবর দিতে হবে।’
তার আগে মাসুম রেজা রহিম সরাসরি বলেন যে, ‘৭ জানুয়ারি বিএনপি ভোট দিতে গেলে মেরে হাত-পা ভেঙে দেবেন। পুলিশে ধরিয়ে দেবেন।’ এ সময় লোকজন মাসুম রেজা রহিমের বক্তব্যে হইচই শুরু করে। বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন, তিনি ও নৌকার প্রার্থী বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের কর্মীরা কারোর পক্ষ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নাশকতার চেষ্টা করলে পুলিশকে খবর দিতে বলেছেন
জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, লাঙল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুসহ ৭ জন।
Leave a Reply