কাফি পারভেজ , জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবির পরিচয়ে মো. মুরাদুজ্জামান মুরাদ মন্ডল নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতি হয়েছে।
মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার ব্রিজ বাজার এলাকার পোল্যাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পোল্যাকান্দি পূর্বপাড়া গ্রামের মুরাদুজ্জামান মুরাদ মন্ডলের বাড়িতেনএকদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। ডাকাতরা নিজেদের ডিবির পরিচয়ে বাড়িতে থাকা লোকজনকে হাত-পা মুখ বাঁধে। এ সময় তারা ভয় দেখিয়ে নগদ ৬ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পলিয়ে যায়। পরে মুরাদুজ্জামান মুরাদ মন্ডল ও তার পরিবারের লোকজনদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।
মুরাদুজ্জামান মুরাদ মন্ডলের স্ত্রী নারগিস বেগম বলেন, গভীর ঘুমে ছিলাম বলে দরজা ভাঙার সময় আমরা কেউ টের পাইনি। ঘরে ঢুকলে তারা ডিবি পুলিশ বলে পরিচয় দেন। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ির সবার হাত-পা মুখ বেঁধে নগদ টাকা স্বর্ণের গহনা নিয়ে দ্রুত চলে যায়।
মুরাদুজ্জামান মুরাদ মন্ডল বলেন, ডাকাতদের মুখে মুখোশ পড়া ছিল। সে কারণে চিনতে পারিনি। ডিবির পরিচয় দিলে প্রথমে আমি বিশ্বাস করেছিলাম। পরে বুঝতে পারার আগেই আমার হাত-পা মুখ বেঁধে ফেলে সমস্ত বাড়ি তল্লাশি করে নগদ ৬ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণের গহনা নিয়ে চলে যায়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, পোল্যাকান্দি গ্রামের ডাকাতির কথা শুনেছি। এ ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply