মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর এর ৩৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার বেলা ১১ টার দিকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর বেলটিয়া অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনও উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ড এর সভাপতি মোঃ মেসবাহউল হক। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর -৫ আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম হীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের জি,এম খন্দকার শামীম আলম। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্তীর বাণী পাঠ করেন পবিবো হতে আগত পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় অঞ্চল এর উপ -পরিচালক তসলিমা পারভীন। অনুষ্ঠানে সমিতির ২০২২-২০২৩ইং অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী ও ব্যালেন্স শীট পেশ করেন ও আয়-ব্যায়ের বিবরণী অর্থ বছর ২০২২-২০২৩ জুন (৩০ শে জুন” ২০২৩ ইং পর্যন্ত) প্রতিবেদন পেশ করেন সমিতি পরিচালনা বোর্ড জামালপুর পবিস এর কোষাধ্যক্ষ চান মিয়া। আরো উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ইসলামপুরের ডিজিএম, মোঃ আলী বর্দী খান সুজন, জাপবিস সদর দপ্তর এজিএম (এম,এস) প্রকৌশলী আরিফ আহমেদ, এজিএম(অর্থ -হিসাব) মোঃ কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন নান্দিনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শামীম খান,বিলিং সহকারী ইয়াসমিন আরা,কম্পিউটার অপারেটর আসমা আক্তার আাখি। অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত অতিথিদের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Leave a Reply