কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ৫দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলা -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের বকুল তলাস্থ পাবলিক লাইব্রেরিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার (স্বাগত), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহানাজ ফেরদৌস ও পুস্তক ব্যবসায়ী সমিতি কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক মোকছেদুর রহমান হারুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইফুল ইসলাম।
অমর একুশে গ্রন্থ মেলায় ১৩ টি স্টল স্হান পেয়েছে।
এ সময় লেখিকা প্রতিমা ধরের নবগ্রহ ও সাতনরী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে মেলা উদ্বোধনের স্থানে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply