কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা।
শনিবার দুপুরে জামালপুর শহরের প্রধান সড়কের তমালতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন ও সাবেক ছাত্র নেতা আকবর হোসেনসহ আওয়ামী লীগের তৃণমুলের কর্মীরা।
পরে তমালতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তারা অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদরের শাহবাজপুরে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্র ভাংচুরের অভিযোগে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় গত ১৫ ফেব্রুয়ারি আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ৮ সমর্থককে কারাগারে প্রেরণ করে আদালত। ২৪ ঘন্টার মধ্যে আছাদুজ্জামান আকন্দ বাবুকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বক্তারা।
উল্লেখ, গত ২৭ ডিসেম্বর সদরের শাহবাজপুরে হক দাখিল মাদ্রাসায় নৌকা প্রতীকের প্রচার কেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পরদিন সদর থানায় মামলা দায়ের করেন নৌকার সমর্থক শাহবাজপুরের জাকির হোসেন। মামলায় আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনকে আসামি করা হয়।
Leave a Reply