একটি মানবিক আবেদন
————————————————————-
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মাওলানা মোঃ মাসউদ হোসাইনের জীবন বাঁচাতে মানবিক আবেদন করেছে তার পরিবার। মাওলানা মোঃ মাসউদ হোসাইন জামালপুর জেলা মডেল মসজিদের ঈমাম ও খতিব এবং শহরের চামড়াগুদাম মোড়স্থ আল জামিয়াতুল হাবিবিয়া (কওমী) মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে ইসলামের খেদমত করে আসছিলেন।
তার চিকিৎসার জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন, যেটা তার পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব নয়। মাওলানা মোঃমাসউদ হোসাইনের দুটি কন্যা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। ইতিমধ্যে তার চিকিৎসার জন্য সহায়-সম্বল বিক্রী করে সে এখন নিঃস্ব। তার চিকিৎসা ব্যায় নির্বাহ করতে এখনো প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। ইসলামের খেদমতের স্বার্থে মাওলানা মাসউদ হোসাইনের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তার অসহায় দুই কন্যা।
প্রয়োজনে (মাওলানা মোঃ মাসউদ হোসাইন- ০১৭১২-৪৫৭৭৯১)
যোগাযোগ করুন।
সাহায্য পাঠানোর
মাওলানা হাসান আলী
অধ্যক্ষ, আল জামিয়াতুল হাবিবিয়া (কওমী) মাদ্রাসা, চামড়াগুদাম মোড়, জামালপুর।
বিকাশ নাম্বার- ০১৭১৩-৫৬৪৮১৮।
Leave a Reply