দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
দেওয়ানগঞ্জে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা জুতা পরিধান অবস্থায় শহীদ মিনারে ফুল দেওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে। দেওয়ানগঞ্জের প্রাণকেন্দ্রে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুলে অবস্থিত জাতীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে জুতা পরিহিত অবস্থায় শ্রদ্ধা জানাতে জান মুক্তিযোদ্ধা আব্দুল আলী। ফুল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
মুক্তি যোদ্ধা .আব্দুল আলী দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে সেখানে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ, বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন সরকারি দপ্তর।
এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল অফিসার, ডিবি ওসি শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
জুতা পরিহিত ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী যদি শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে জাতী কি শিখবে! এছাড়াও অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন।
Leave a Reply