মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ দুপুরে ১৯৭১ সালে রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আলী মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বাধীনতা যুদ্ধে প্রথম ১৯৭১ সালে রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যোদ্ধা মো: আব্দুল আলী কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।
একাত্তরের ২৫ মার্চ কালরাতের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় মহান মুক্তিসংগ্রামে বাঙালি বীর পুলিশ সদস্যদের হাত ধরে। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply