শামীম হোসাইন জেলা প্রতিনিধি: জামালপুর শহরে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।
৮এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের শহীদ হারুন সড়কের মানব সেবা হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জামালপুর সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তর কুমার সরকার, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান- একজন রোগীর সাথে প্রতারনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে হাসপাতালটিকে। এছাড়াও হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় এটির অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।
জেলার স্বাস্থ্য সেবা সুন্দর ও স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন।
Leave a Reply