দেওয়ানগঞ্জ,প্রতিনিধি: মরহুম আব্দূল্লাহ শেখের ২য় ছেলে সাবেক মেম্বার মোঃ শরাফত আলী (৮১) গতকাল (০২.০৩.২৪) বিকাল ৩.৩০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহার জানাযার নামাজ আজ (০৩.০৩.২০২৪) সকাল ১০ টায় টাকিমারী এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টাকিমারি কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের দেওয়ানগঞ্জ উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান সোলাইয়মান হোসেন সোলাই, ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন, চিকাজানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আক্কাস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম আঁকা, ৮ নং ওয়ার্ডে মেম্বার মরহুমের শেলক আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, টাকিমারি পাকা মসজিদের ইমাম শফিকুর রহমান দুদু, এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক ও চিকাজানি ইউনিয়নের কাজী লুৎফর রহমান, হাফেজ ফরিদ উদ্দিন ও সুরুজ্জামান, ডা. শহিদুর রহমান শহিদ, মরহুমের ভাতিজা জাকিউল ইসলাম ও বিল্লাল হোসেন, জানাযা নামাজে পড়ান মরহুমের ভাতিজা হাফেজ মোজাফফর হোসেন।
বক্তাগন বলেন মরহুম একজন রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন, তিনি দীর্ঘদিন মেম্বার ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন, একাধারে কবরস্থান, মসজিদ, মাদরাসার সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেন।
তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ ও বর্তমান এমপি নুর মোহাম্মদ।
তিনি দুই স্ত্রী, এক পুত্রসহ অনেক আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। মহান আল্লাহ্ মরহুমের গুনাহ সমূহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
Leave a Reply