মোঃ রুহুল আমিন রাজু জামালপুর জেলা প্রতিনিধিঃ ২২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে সমাজের পিছিয়ে পড়া অসহায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক পিঠা উৎসব এর আয়োজন করা হয়।
জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
আমাদের সমাজে পথশিশুরা মানবেতর জীবন-যাপন করে। পথশিশুরাও তো মানুষ, তাদেরও তো জীবন আছে, জীবনের ইচ্ছা ও স্বপ্ন আছে। তাদেরও তো স্বাধীন ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই পথশিশুদের এসব বিষয় নিয়ে পুনাকে সভানেত্রীর এই ব্যতিক্রমী আয়োজন।
পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।
তারই ধারাবাহিকতায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে একটি সুন্দর দিন কাটানো এবং তাদের নিয়ে আরম্বরপূর্ণ পিঠা উৎসব পালন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এসময় জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ৫০+ পথশিশু পিঠা উৎসবে উপস্থিত ছিলেন।
Leave a Reply