মোহাম্মদ জাকিউল ইসলামঃ কামালখান হাট ফাযিল মাদরাসার মেধাবী ছাত্র ফাযিল ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে মাত্র কয়েক দিন হলো। কত আশা কত স্বপ্ন গাজীপুর পল্লীবিদ্যুৎ অফিসে চাকুরি করছে বছর খানেক হলো। আমার সাথে প্রায়ই কথা হতো আব্দুল্লাহর। বাড়িতে কে কি করছে, কবে বিয়ে করবে ইত্যাদি বিষয় নিয়ে। ফাযিল পরিক্ষার আগের দিন আমাকে ফোন করে বলল স্যার কাল পরিক্ষার হলে আসবেন না। আমি বললাম, আইসিটি প্রশিক্ষণে আছি দশদিনের জন্য শেষদিকে দুইদিন আমার ডিউটি আছে দেখা হবে ইনশাআল্লাহ। দেখা হয়নি কারণ সেই দুইদিন আব্দুল্লাহর পরিক্ষা ছিল না। আজ ১৩ আগস্ট‘২৩ সকাল ৬.০০টায় গাজীপুর সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে , ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহতালা আব্দুল্লাহর সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।
সকালে আব্দুল্লাহর মৃত্যুর খবর পেলাম আমার আরেক প্রিয় ছাত্র আব্দুল্লাহর প্রিয় বন্ধু হাফিজুরের মাধ্যমে। রাত দশটায় তুলশিপুর পেয়াজের বাজার গ্রামে আব্দুল্লাহর জানাযা নামায় অনুষ্ঠিত হয়। হাফিজ, ইউসুফ, সাকিব সহ আব্দুল্লাহ কয়েকজন বন্ধু দুপুর থেকে তার বাড়িতে অবস্থান করে রাত দশটায় জানাযায় অংশগ্রহন করে। আব্দুল্লাহ সত্যিই খুব ভাল মানুষ ছিল। আর যেন কাউকে এইভাবে প্রাণদিতে না হয় । প্রশাসন যেন সড়ক দূর্ঘটনায় রোধে কার্যকরি ব্যবস্থাগ্রহণ করেন। মহান আল্লাহর আমাদের সহায় হোন।
sir sotti onek khararp lagtase bro vai ar kotah sune jodio janajai jete pari nih duwa kori allah tawala vai k jannatul firdawos nosib korun amin😭😭😭😭
Thanks
how to get cialis