মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ঝুলন্ত অবস্থায় লিয়ন (৩২) নামে সৌদি আরব প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯ টার দিকে উপজেলা হাজরাবাড়ী পৌরসভার দিলালের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লিয়ন ওই এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে।
লিয়নের স্বজনেরা জানান, লিয়ন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে আসেন। দেশে এসে বিয়ে করেন। সৌদি আরবে থাকাকালীন তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন তাকে দেশে আনেন, দেশে এনে চিকিৎসা করান।
রোববার সকালে নিহতের ছোট ভাই সকালে ঘুম থেকে উঠে বাহিরে গেলে দেখেন লিয়ন গাছের সঙ্গে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশের খবর দিলে তারা এসে উদ্ধার করে।
নিহতের চাচা ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন বিদেশে ছিল। বিদেশে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বাড়িতে আত্মীয়-স্বজনরা চিকিৎসা করছে। সকালে খবর পেয়েছি ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, ‘লিয়ন মানসিক ভারসাম্যহীন ছিলো, মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply