1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
ইসলামপুর পৌরসভার মেয়রকে সরাতে মাঠে নেমেছে একাধিক চক্র – Jamalpur Voice
সংবাদ :
পুলিশ সুপার কর্তৃক মেলান্দহ থানার গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামালপুর নাগরিক ভয়েসে’র প্রথম সভা অনুষ্ঠিত ইসলামপুর থানা কর্তৃক আয়োজিত গুঠাইল বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাজরাবাড়ী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর গ্রেফতার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন জামালপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদের স্মরণে জেলা প্রশাসকের স্মরণ সভা অনুষ্ঠিত উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে সৌজন্যে সাক্ষাৎ সৈয়দ রাশেদুজ্জামান অপুর তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে কেন্দ্রীয় যুবদলের এর লিফলেট বিতরণ

ইসলামপুর পৌরসভার মেয়রকে সরাতে মাঠে নেমেছে একাধিক চক্র

  • Update Time : Tuesday, August 15, 2023
  • 157 Time View

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার জনপ্রিয় মেয়র আব্দুল কাদের সেখকে মেয়রের পদ থেকে সরাতে মাঠে নেমেছে একাধিক চক্র। আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে মেয়রের পদ থেকে অপসারণ করতে প্রকাশ্য মাঠে নেমেছে তারা। মেয়রকে সরানোর চক্রান্তে ক্ষমতার প্রভাব খাটানোসহ বিভিন্ন স্থানে কালো টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। তিনবারের নির্বাচিত মানবিক মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় পৌরবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ইসলামপুর পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র আব্দুল কাদের সেখ। তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগের নির্যাতিত নেতা আব্দুল কাদের সেখ মেয়র নির্বাচিত হবার পর অবহেলিত ইসলামপুরের ব্যাপক উন্নয়ন করেছেন।
উন্নয়নের পাশাপাশি মানবিক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখেন। বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষ যখন তাদের স্বজনদের লাশ ফেলে পালিয়ে যেতেন তখন মানবিক এই মেয়র নিজ হাতে গোসলসহ দাফন কাফনের ব্যবস্থা করতেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উঠে একাধিক চক্র। বিশেষ করে স্বাধীনতা বিরোধী একটি চক্র বেশ সরব হয়েছে। জনপ্রিয় এই মেয়রকে তাঁর পদ থেকে অপসারণ করতে বিগ বাজেট মাঠে ছড়িয়েছেন। কব্জায় নিয়েছেন পৌরসভার কতিপয় কাউন্বিসলরকে। নানা ধরনের মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক অভিযোগ তুলে কাউন্সিলরদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করান। অভিযোগ উঠেছে, তারিখ বিহীন ওই আবেদনটি কোন তদন্ত ছাড়াই প্রতিবেদনও দাখিল করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।
মেয়র আব্দুল কাদের সেখ এর বিরুদ্ধে কতিপয় কাউন্সিলরদের অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ এবং নির্ধারিত কাজ সম্পন্ন করার পূর্বেই ঠিকাদারকে বিল প্রদান করেছেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেএমসির) গুদামের জায়গা দখল করে মালামাল সরিয়ে নেয়, তারপর দ্রুত সেখানে মার্কেট তৈরি করে ৪২টি দোকান ঘর ভাড়া দেয়। ২০২২-২৩ অর্থবছরে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৪ টি সড়ক বাতি স্থাপনের টেন্ডার আহ্বান করে ১১৯টি বাতি স্থাপন করা হয়।

অথচ সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসব অভিযোগের কোনটাই বাস্তবতার সাথে মিল নেই। ২০২২-২৩ অর্থবছরে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে স্থাপন করা ১২৪ টি সড়ক বাতির ১২৪টিই সচল রয়েছে। শতভাগ কাজ বুঝে পাবার পরেই সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়েছে। সরকারি সম্পদ ভূমিদস্যূদের কাছ থেকে উদ্ধার এবং পৌর পরিষদ থেকে রেজুলেশন করে দরিদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ করে দিয়েছেন। প্রতিটি অভিযোগই অসত্য বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামপুর পৌরসভার একাধিক সচেতন মানুষ জানান, মেয়র কাদেরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েছে স্বাধীনতা বিরোধী চক্রসহ একাধিক প্রভাবশালী চক্র। তাকে মেয়রের পদ থেকে অপসারণ করতে প্রকাশ্য মাঠে নেমেছে চক্রটি। মেয়রকে সরানোর চক্রান্তে ক্ষমতার প্রভাব খাটানোসহ বিভিন্ন স্থানে কালো টাকা ছড়ানো এবং সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
পৌরসভার একাধিক নাগরিক জানান, জনপ্রিয় এই মেয়রকে পৌসভার নাগরিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ব্যানার পোষ্টার লাগানোর পরই চক্রটি আরো বেপরোয়া হয়েছে।
এদিকে মানবিক মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে চক্রান্তকারীদের নানা ষড়যন্ত্রের খবর প্রকাশ্য আসায় ইসলামপুর পৌরবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme