কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
আজ সোমবার জামালপুর শহরের কাচারিপাড়ায় সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক এবং জামালপুর জিলা স্কুল মাঠে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
এবছর জেলায় প্রাথমিক পর্যায়ে ২ হাজার ১১০ টি বিদ্যালয়ের ৩ লাখ ৩৯ হাজার ৭৬২ জন শিক্ষার্থীর মাঝে ১৬ লাখ ৭ হাজার ২৮৩ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা ও কারিগরিসহ ৬০৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৬৭ হাজার ১৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৪৪ লাখ ৬ হাজার ৩৬০ টি বই বিতরণ করা হবে।
Leave a Reply