মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ২৫ এপ্রিল মঙ্গলবার বিকাল আনুমানিক ৪.০০ টায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। গোপালপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র রোকন মিয়া(২৬) কে মুমূর্ষু গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় সংবাদ পাওয়ার সাথে সাথে জামালপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জামালপুর সদর থানার পুলিশ জামালপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িত মূল আসামী ১। লোকমান হোসেন লকু (৫৫) ২। মোঃ শিপন মিয়া (২৫) ৩। সায়েরা বেগম ( ৪৫) ৪। লাইলী বেগম ( ৫০) কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত রক্তমাখা কুড়াল ও ০২ (দুইটি) দা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply