মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : গত ০৫ জুন সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ০১.০০ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ লললও সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
কুরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।ঈদে গরুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে এপ্রিল/২৩ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন কে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তগণ।
Leave a Reply