মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় মো. নিহাত মিয়া (২৫) নামে ওই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শনিবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহাত মিয়া ওই এলাকার মো. হাবিব মিয়ার ছেলে।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান।
তিনি জানান, শুক্রবার ট্রাকের ধাক্কায় একই বংশোদ্ভূত ৪ জন নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। পরে নিহতের আত্মীয় মামলা দায়েরের পর র্যাব-১৪ এর একটি অভিযানিক দল ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে শনিবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে ট্রাক ড্রাইভার নিহাত মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে সদর থানায় থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা মুদিপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন, সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫) নামের একজন। তারা সকলে একই বংশোদ্ভূত বলে জানা যায়।
Leave a Reply