জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পূর্ব ছবিলাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। বুধবার (৬ মার্চ) সকালে ছবিলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. আয়নাল হক গংদের সাথে মো. আলম, সোলায়মান ও মো. সামিউল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এসময় হামলায় মৃত গাজী হামেদ মন্ডলের ছেলে মো. হামেদ মন্ডল (৬৫), হামেদ মন্ডলের ছেলে মো. মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মামলার বাদী মো. আয়নাল হক অভিযোগ করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে মো. আলম, সোলায়মান ও মো. সামিউল গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের বাড়ীঘরে হামলা চালায়। এসময় আমরা তাদের বাঁধা দিলে আমাদের উপর হামলা করে। হামলায় আমি ও আমার ভাই মো. হামেদ মন্ডল, ভাতিজা মো. মিজানুর রহমানকে এলোপাথারিভাবে লাঠি ও লোহার রড দ্বারা মারধর করে জখম করে চলে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় মো. হামেদ মন্ডল ও ভাতিজা মো. মিজানুর রহমানকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আমি বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছি। এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান, পূর্ব ছবিলাপুর মারামারি ঘটনায় অভিযোগ পাওয়া গেছে মামলা প্রক্রিয়াধীন।
Show quoted text
Leave a Reply