মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সদর উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ইটাইল ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠন সমূহ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্বিক উন্নয়ন মূলক কাজের উপর উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জামালপুর সদর -৫ আসনে সাংসদ মোঃ আবুল কালাম আজাদ এমপি। তিনি বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য আত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে যেমন- গরু /ছাগল পালন করে আত্মশক্তি ও আত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে। মহান আল্লাহ পাক বলেছেন যে আমি তাকেই উন্নয়ন করে দেই,যে উন্নয়নের চেষ্টা করে। নিজেদের উন্নয়ের চেষ্টা নিজেদের করতে হবে। মাদকের কথা বলেছেন,মাদকের বিকল্প হলো খেলাধুলা , আমরা ইউনিয়ন পর্যায়ে ৭ধরণের খেলা ধুলার আয়োজন করা হয়েছে। আর আমরা যদি সন্ধার মধ্যে আমার ছেলে কোথায় আছে তার খোঁজ খবর রাখি যাতে সন্ধার মধ্যে আমার ছেলে বাড়িতে ফিরে পড়াশোনা করে অথবা আড্ডা দিতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন তাহলে সে আর মাদক সেবনের সুযোগ পাবে না। আরো কিছু উন্নয়ন মূলক কাজ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা মেরামত, নতুন কাঁচা রাস্তা পাকা করণসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মূলক কাজ করা ও রাস্তার পাশে বৃক্ষ রোপণসহ মজা পুকুর মেরামতসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আলোচনা করেন। ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহাম্মেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ও ইটাইল ইউনিয়ন পরিষদের কয়েকবারে সফল চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply