মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার কর্তৃক সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জামালপুর সদর -৫ আসনের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ। জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ,ব,ম জাফর ইকবাল জাফু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহমেদ বিজু, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, শিক্ষা প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, কাউন্সিলর রাজীব সিংহ রাজীব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ অতিথি জামালপুর সদর -৫ আসনের এমপি মোঃ আবুল কালাম আজাদ কে ফুলেল শুভেচছা জানানো হয়।
Leave a Reply