জামালপুর প্রতিনিধি: আজ (১২.০৬.২৪) কামালখান হাট ফাজিল ( ডিগ্রি) মাদরাসায় ২০২৪ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাওলানা মাহমুদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে প্রদান করে ৮ম শ্রেণির আব্দুর রহমান আস সাঈফ, আলিম পরীক্ষার্থী পিয়াস, আলিমের শিক্ষার্থী সাকিব আল হাসান, সিনিয়র শিক্ষক ও টিআর মাওলানা মুস্তাফিজুর রহমান, আরবি প্রভাষক ওমর ফারুক ,খালিদ সাইফুল্লাহ, গণিত প্রভাষক মোহাম্মদ জাকিউল ইসলাম, সহকারি অধ্যাপক ইংরেজি মো: জাকির হোসেন, সহকারি অধ্যাপক বাংলা ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো: শাহাদাত হোসেন সুমন, মাদরাসার জিবি সদস্য মাহবুবুর রহমান , উপাধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির ।
অত্র মাদরাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অভিভাবকবৃন্দ ও উক্ত মাদরাসার পরীক্ষার্থী সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
দোয়ার পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী তাদের বক্তব্যে বলেন, ‘তোমরা সফলকাম হও আমরা এ দোয়া করি। তোমাদের সাফল্য আমাদেরকে গর্বিত করে। তোমরা ভালো ফলাফল অর্জন করার পাশাপাশি যদি ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারো তাহলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। সময় নষ্ট না করে ভালোভাবে লেখাপড়া করো এবং নিজের জীবনকে আলোকিত করো ।
Leave a Reply