1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার – Jamalpur Voice
সংবাদ :
জামালপুরে শিকদার গ্রুপের মুতিয়ারা বিদ্যুৎ প্লান্টে দুর্ধর্ষ ডাকাতি এডিশনাল ডিআইজিকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন  সাংবাদিক নাদিম হত্যা: আদালতে দাখিলকৃত চার্জশিটে ২ নম্বরসহ ১৩ আসামির নাম নেই মাহমুদপুরে জমি বেদখল করতে মরিয়া প্রতিপক্ষের হুমকি ধামকী প্রদর্শন  ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় শ্রমজীবীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ মোস্তাফিজুর রহমান বাবুলের জামালপুরে মামলার আসামি মৃত ছাত্রলীগ নেতা বন্যার্ত মানুষের পাশে কেন্দ্রীয় বিএনপি ত্রার্ণ তহবিলে টাকা জমা প্রদান করেন মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুরে তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালিত মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত  মেলান্দহে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার

  • Update Time : Thursday, May 25, 2023
  • 81 Time View

অবশেষে বহু প্রতীক্ষিত এক আপডেট আসতে চলেছে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। মেসেজ এডিট করার ফিচার যোগ হচ্ছে এই মেসেজিং অ্যাপে।

কোনো মেসেজ পাঠানোর পর যদি মনে হয় সেটি কোনো অদল-বদল করা দরকার, সেক্ষেত্রে সেই মেসেজই সরাসরি এডিট করে নিতে পারবেন। আগে কাউকে ভুল মেসেজ পাঠালে সেটি ডিলিট করা ছাড়া উপায় ছিল না।

এই নিয়ে দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি চাপা ক্ষোভ ছিল। সেটা অবশ্য শুনেছে হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা।

এর আগে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই ফিচার নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তবে তা সম্পূর্ণ টেস্টিং পর্যায়ে ছিল।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন খবরের ট্র্যাকার WABetaInfo সূত্রে মিলেছিল সেই খবর। একাধিক প্রতিবেদনে তার স্ক্রিনশটও মিলেছিল। তাতে দেখা যাচ্ছিল, মেনুর মধ্যেই কোনো মেসেজ এডিট করার এক নতুন অপশন যুক্ত হয়েছে। অর্থাৎ, একেবারে সহজেই, কপি, পেস্ট, মেসেজ ফরোয়ার্ড বা ডিলিটের মতো করেই আপনি হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মেসেজ বদলে, বা এডিট করে নিতে পারবেন।

বেটা ভার্সনের ব্যবহারকারীদের মধ্যে এই ফিচার নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। এর ভালো রিভিউ মেলায় অবশেষে ফাইনাল ভার্সনে এই নতুন ফিচার আনতে চলেছে মেটা। শিগগিরই আপনার ফোনের হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন মেসেজ পাঠানোর পরেও তা এডিট করে বদলে নেয়ার এই ফিচার।

তবে এটি মাত্র ১৫ মিনিটের জন্যই। তারপরে নয়। আর হ্যাঁ, বানান ভুল বা ভুল মেসেজ বদলই এর মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme