মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর কবির এর শিক্ষানবিশকাল সফল সমাপ্তি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট শনিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার জামালপুর মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর কবির এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর কবির। সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে শিক্ষানবিশকালীন সময়ে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় বিদায়ী অতিথি ছয় (৬) মাস বাস্তব প্রশিক্ষণের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন এবং সকলের দোয়া কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথি জাহাঙ্গীর কবির এর বদলি জনিত বিদায়ে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপারেশন) মাসুদ আনোয়ারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply