মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃহাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ লাইন্স জামালপুরে বঙ্গবন্ধু’র নবনির্মিত ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর রবিবার জামালপুর পুলিশ লাইন্স প্রধান ফটকের অভ্যন্তর সম্মুখে নবনির্মিত বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি,সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি।
জামালপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’- একপাশে শোভা পাচ্ছে জাতির পিতার ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সেই কালজয়ী ভাষণের দুর্লভ আলোকচিত্র।
আর বিপরীতে পাশে স্বগৌরবে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় দিন পাকিস্তানের কারাগারে ২৯০ দিন থাকার পর ১৯৭২ সালের জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দুর্লভ আলোকচিত্র।
স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে জাতির পিতা বলেছিলেন- ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা’।
১৯৭৫-এ পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ আজ, সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু’র ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ পুলিশ লাইন জামালপুরে স্থাপনের মাধ্যমে জেলার প্রতিটি পুলিশ সদস্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর -আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন (সিআইপি), মো: ইমরান আহমেদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ ইমরান আহমেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সুজা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইন, জামালপুর জেলা পুলিশের ডিএসবির ডি আইও -১ এম,এম ময়নুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি মুশফিকুর রহমান, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন,,জেলা ট্রাফিক পুলিশের টি,আই প্রশাসন আব্দুর রহিম ভূইয়াসহ; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অতিথিবৃন্দদের নিয়ে পুলিশ সুপার মহোদয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারের প্রতি শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করে সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’- নির্মাণের জন্য জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply