মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে করায় জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেনকে মারধর করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার তারাকান্দি মোড়ে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, তিনি বাসা থেকে রিকশা ভ্যানে যমুনা সার কারখানায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। তারাকন্দি মোড়ে পৌঁছলে ট্রাক প্রতিকের সর্মথক রফিকুল ইসলাম, মোশারফ হোসেন মোর্শেদ ও রায়হান আলীসহ প্রতিপক্ষের ১২/১৩ জন তার উপর হামলা করে। আহত মোয়াজ্জেম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী জেলি আক্তার বাদী হয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন ।
Leave a Reply